
পোর্টফোলিও ওয়েবসাইট
পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজস্ব একটি ওয়েবসাইট থাকা একান্ত জরুরি। যেখানে থাকবে ব্যক্তিগত পরিচিতি, ছবির গ্যালারি, ভিডিও গ্যালারি, ভ্রমণ, লেখালেখি, পোর্ট ফোলিও ইত্যাদি। রাজনৈতিক ব্যক্তিত্ব হলে জনকল্যাণমূলক কাজের ছবি-ভিডিও গ্যালারি, ইভেন্টসমূহ, নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় লোকদের তালিকা ইত্যাদি। একটি তথ্যবহুল ও মানসম্মত ওয়েবসাইট রাজনৈতিক প্রজ্ঞা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে পরিচায়ক হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম
বর্তমান সময়কে বলা হয় ‘সোশ্যাল মিডিয়ার যুগ’। তথ্যমতে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা প্রায় ৬৬.৪৪ মিলিয়ন। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪.৫ কোটির বেশি। তথাকথিত প্রচারণা মাধ্যমের চেয়ে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই পার্সোনাল ব্র্যান্ডিং প্রচারণা করা যায়।

প্রামাণ্যচিত্র / ভিডিওচিত্র/ টিভিসি
গল্প বলুন। আপনার কাঙ্ক্ষিত পাঠক, শুভাকাঙ্ক্ষী বা ভক্তদের আপনার গল্প বলুন। আপনার শৈশব, বেড়ে ওঠা, প্রতিবন্ধকতা এবং সাফল্যের গল্প। আপনার গল্প প্রভাবিত করতে পারে হাজারো তরুণ জীবনকে।
ইংরেজি প্রকাশনা আমাজন ই বুক
সারাবিশ্বে বাংলা ভাষাভাষির পাশাপাশি নতুন প্রজন্ম বা অন্য ভাষার পাঠক, লেখক ও প্রকাশকের কাছে পৌঁছানোর একমাত্র ও গ্রহণযোগ্য মাধ্যম হলো ইংরেজি প্রকাশনা। বাংলায় প্রকাশিত বইগুলোর ইংরেজি অনুবাদের মাধ্যমে খুব সহজেই আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছানোর মাধ্যমে গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও আধুনিক লেখক বা প্রকাশক হিসেবে নিজের মর্যাদা বৃদ্ধি পার্সোনাল ব্র্যান্ডিং অন্যতম প্রধান কৌশল। এক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহত্তম ইকমার্স প্ল্যাটফর্ম এর কিন্ডল প্রকাশনায় নিজের বই ইংরেজিতে প্রকাশ করে নিজের মর্যাদা বৃদ্ধি করা যেতে পারে।
ভিডিও নির্মাণ
দর্শক, শ্রোতা বা পাঠকের কাছে ভিডিওর মাধ্যমে খুব সহজেই পৌঁছানো যায়। স্মার্ট ফোন বা টিভিতে আপনার ভিডিও আপনার উপস্থিতি তৈরি করবে। হোক সেটা বইয়ের ভিজ্যুয়ালাইজেশন বা মোটিভেশনাল কোনো বক্তব্য। নিয়মিত ভিডিও তৈরি বা সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে পাঠক শ্রোতা বা দর্শকের মনে থাকুন সবসময়। আর ফেসবুক ওয়াচ বা ইউটিউব এক্ষেত্রে ভিডিও প্রচারের জনপ্রিয় মাধ্যম।
অডিও বুক (পডকাস্ট)
দর্শক, শ্রোতা বা পাঠকের কাছে ভিডিওর পাশাপাশি অডিও একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। তরুণ প্রজন্ম অনেকেই এখন বই পড়ার পাশাপাশি ভিডিও দেখা বা শোনার প্রতি মনোযোগী। ফলে আপনার প্রকাশিত বইগুলোর অডিও প্রকাশনাও হতে পারে।
ডিজিটাল মার্কেটিং
প্রচারণায় ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই। আপনার কাঙ্ক্ষিত পাঠক বা শ্রোতা বা ভোটারের কাছে আপনার বার্তাটি পৌঁছানোর সহজ ও অন্যতম প্রধান উপায় হতে পারে ডিজিটাল মার্কেটিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রচারণায় অংশগ্রহণ করুন।
এছাড়াও আপনার প্রয়োজন মত যে কোনো সার্ভিস পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন:
www.weedigital.xyz
ফোন বা ইমেইল: +8801717434968 | weedigital.xyz@gmail.com